প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৭ আগস্ট ২০২২ ইং তারিখে অনলাইন পত্রিকা সিল্কসিটি নিউজ-এ “কুয়েটে যাওয়ার ছুটিতে ভিসির পদ প্রত্যাশায় ঢাকায় রুয়েট শিক্ষক সমিতির সভাপতি!” শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সমিতির সভাপতি, তড়িৎ ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সিল্কসিটি নিউজ এর সম্পাদক বরাবর এই প্রতিবাদলিপি পাঠানো হয়।

প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, ‘বর্ণিত প্রতিবেদনটি উদ্দেশ্য প্রণোদিত, মানহানীকর এবং একটি স্বার্থান্বেষী মহলের দ্বারা প্ররোচিত হয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।’

প্রতিবাদ লিপিতে তিনি আরও উল্লেখ করেন, ‘প্রতিবেদনটির বিষয়ে বক্তব্য হচ্ছে- রাজশাহী থেকে সরাসরি খুলনার বিমান যোগযোগ না থাকায় ২৪ আগস্ট আমি প্রথমে বিমানযোগে ঢাকায় গমণ করি এবং সেখান থেকে বিমানের টিকিট না পাওয়ায় ওইদিন রাতেই বাসযোগে খুলনা যাই। কুয়েটে ২৫ আগস্ট বহিঃসদস্য হিসেবে আমার কর্তব্য পালন করি। বর্ণিত প্রতিবেদনে ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার বিষয়টি
সঠিক নয়। বর্ণিত প্রতিবেদনটিতে, আমার শিক্ষকতা পেশাকে হেয় প্রতিপন্ন ও সকলের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকাশ করা হয়েছে। এছাড়া একটি স্বার্থন্বেষী মহল আমাকে এবং সেইসাথে রুয়েটকে হেয় করার হীন প্রচেষ্টায় অনলাইন পত্রিকা সিল্কসিটি নিউজ-এর প্রতিবেদককে প্ররোচিত করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি।এমন উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানীকর সংবাদ প্রকাশ করায় তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করছি। ভবিষ্যতে এধরণের সংবাদ প্রকাশের ক্ষেত্রে অনলাইন পত্রিকা সিল্কসিটি নিউজ দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখি।’

প্রতিবেদকের বক্তব্য : অধ্যাপক ড. মো. ফারুক হোসেনকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি উদ্দেশ্য প্রণোদিত, মানহানীকর এবং একটি স্বার্থান্বেষী মহলের দ্বারা প্ররোচিত হয়ে করার হয়নি। প্রতিবেদক সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে তা যাচাই-বাছাই করেই প্রতিবেদনটি প্রকাশ করে।