পূর্ত-দফতর স্টিলের ব্রিজ তৈরির পরামর্শ ফিরহাদ হাকিমের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে গত সাত বছরে মোট চারটে কংক্রিটের ব্রিজ ভেঙে পড়েছে৷ লোহার তৈরি সেতুতেও মরচে পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে৷ যেমন খিদিরপুর থেকে মোমিনপুর যাওয়ার অন্যতম কানেক্টর লোহা ব্রিজের হালও তথৈবচ৷ তাই এবার স্টিল দিয়ে সেতু নির্মাণের পরমার্শ দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷

বুধবার বিকেলে ব্রিজ পরিদর্শনে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। তারপর তিনি জানান, ‘‘এবার যে কোন ব্রিজ স্টিল দিয়ে তৈরির কথা জানিয়েছি পূর্ত দফতরের কাছে৷ সেক্ষেত্রে অধিক ভারে সেতু বেঁকে যাবে কিন্তু ভেঙে পড়ার মত দুর্ঘটনা এড়ানো যাবে৷’’

মঙ্গলবার বার বিকেলে মাঝেরহাট ব্রিজে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা৷ ব্যস্ত রাস্তায় হঠাৎ-ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতু৷ দুর্ঘটনার বলি তিনটি তাজা প্রাণ৷ আহত মোট ২৭ জন৷ আহতরা এসএসকেএম ও সিএমআরআই-তে চিকিৎসাধীন৷ দুর্ঘটনার খবরে দার্জিলিং সফর কাঁটছাঁট করে তড়িঘড়ি কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল সন্ধ্যায় দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি৷ তারপরই ক্ষতিপূরণ ঘোষণা করে দেন৷

জানা গেছে গত জুলাই-এ তিনি মাঝেরহাট ব্রিজের রিপোর্ট তলব করেছিলেন৷ ডাকা হয়েছিল টেন্ডারও৷ কিন্তু কেন তা ফলপ্রসূ হয়নি তা নিয়েই এদিন নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেখানে মাঝেরহাট ব্রিজের সঙ্গে বাকি সেতুগুলির কি অবস্থা তাও অফিসারদের থেকে রিপোর্ট তলব করেন তিনি৷ তবে পুর মন্ত্রীর স্টিলের পাত দিয়ে ব্রিজ তৈরির পরামর্শ কতটা সফল হয় তা বলবে পূর্ত দফতর৷ ইতিমধ্যেই পূর্ত দফতরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রীর৷ এখন তা শুধুমাত্র শীলমোহর পড়ার অপেক্ষায়৷ তবে স্টিলের পাত দিয়ে ব্রিজ তৈরি কতটা ফলপ্রসূ হয় তা সময়ই বলবে৷