পুলিশের পাশে দাঁড়ালেন হৃতিক

করোনাভাইরাসের প্রকোপে কাঁপছে সারা দুনিয়া। পাশের দেশ ভারতে এ ভাইরাস থেকে সংক্রমণ কমাতে চলছে লকডাউন। এই লকডাউন জারি রাখতে মাঠে নেমে কাজ করছে ভারতের পুলিশ। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মুম্বাই পুলিশের অবদান।

জীবন বাজি রেখে কাজ করছে মুম্বাইয়ের আইন রক্ষাকারীরা৷ তাই তাদের বলা হচ্ছে করোনা যোদ্ধা। নানাভাবে এই যোদ্ধাদের পাশে দাঁড়াচ্ছেন দেশটির অনেক তারকা। তার ভিড়ে বলিউডের গ্রিক গড হৃতিক রোশন পুলিশদের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দিলেন।

এর জন্য মুম্বাই পুলিশের তরফ থেকে পালটা ধন্যবাদও জানানো হয়েছে হৃতিককে।

এ অভিনেতার পাঠানো হ্যান্ড স্যানিটাইজার হাতে পুলিশকর্মীদের একটি ছবি পোস্ট করে অভিনেতাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে মুম্বাই পুলিশ। মুম্বাইবাসীর খেয়াল রাখার জন্য সেই টুইট শেয়ার করে হৃতিকও ফের ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে।

এর আগে করোনা মোকাবিলায় উদ্যোগী হৃতিক রোশন মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীদের হাতে N95 মাস্ক তুলে দিয়েছিলেন। এর পাশাপাশি দিন কয়েক আগেই ১.২ লক্ষ মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন।

 

সুত্রঃ জাগো নিউজ