রাজশাহীতে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আহত ২

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) পিটিয়ে তিনজন আসামি ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। এসময় মাদক ব্যবয়ীদের মারপিটে ডিবি পুলিশের দুই সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সোমবার সন্ধ্যায় নগরীর উপকণ্ঠ কাটাখালীর মধ্য চরে এঘটনা ঘটে। আহতদের মধ্যে ডিবির এএসআই মাহবুবকে ৩১ নম্বর ওয়ার্ডে ও কনস্টেবল সুজনকে আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ডাক্তার বলছে, তারা আশঙ্কা মুক্ত।

বিষয়টি নিশ্চত করে নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম সিল্কসিটি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পাঁচজন পদ্মার মধ্য চরে অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করে।আটকের পরে তাদের নিয়ে আসার সময় মাদক ব্যবসায়ীরা ডিবি পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশের কাছ থেকে তিনজকে ছিনিয়ে নেয় তারা। এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে রাত ৮টার দিকে আহত দুই ডিবি পুলিশ সদস্যকে নৌকা যোগে তালাইমারী বালির ঘাট নিয়ে আসা হয়। সেখান থেকে অ্যাম্ব্যুলেন্স যোগে তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে চর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান চলছে বলে জানান তিনি।

স/অ