পুরুষদের পাল্লা দিয়ে ট্যাক্সির স্টিয়ারিং এবার মহিলাদের হাতে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবার কলকাতার রাস্তায় দেখা যাবে মহিলা ট্যাক্সিচালক।সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ অর্থনৈতিকভাবে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মহিলাদের স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার। মহিলাদের গাড়ি চালানো সেখানোর পাশাপাশি একটি সেচ্ছাসেবী সংস্থা ও রাজ্য সরকারের নারী, শিশু ও সমাজ কল্যান দফতর যৌথভাবে তাদের আত্মরক্ষার প্রশিক্ষণও দেবে৷

রাজ্যের নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, কিছু মহিলাকে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ম্যাট্রিক বা অষ্টম শ্রেণী উত্তীর্ণ ধার্য করা হয়েছে।

মন্ত্রী বলেন, “মহিলা ট্যাক্সিচালকের চাহিদা ইদানিং বেড়েছে।” তিনি আরও বলেন, সরকার বেসরকারি ট্যাক্সি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গেও কথা বলবে মহিলা ট্যাক্সিচালকদের সুযোগ দেওয়ার জন্য।মহিলা চালকদের নিরাপত্তার বিষয়টিও ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শশী পাঁজা৷ কলকতা 24