পুতিনের থেকে স্বাধীন ইউক্রেন দীর্ঘস্থায়ী হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ভ্লাদিমির পুতিনের চেয়ে স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন বেশি দীর্ঘস্থায়ী হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র সঙ্গে এক সাক্ষাৎকারে ব্লিংকেন এই মন্তব্য করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী  বলেন, স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্টের চেয়েও বেশি দিন টিকে থাকবে। সেটা এক উপায়ে অথবা অন্য উপায়ে।

সিএনএন’র উপস্থাপক ওলফ ব্লিটজারকে অ্যান্টনি ব্লিংকেন আরও বলেন, যেভাবেই হোক পৃথিবীতে ইউক্রেন টিকে থাকবে এবং একপর্যায়ে পুতিন থাকবেন না।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন পুতিন। হামলার আজ ২১ তম। তিন সপ্তাহ রুশ আক্রমণে ইউক্রেনের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

রাশিয়ার সেনাবাহিনীর হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সরাসরি সেনা পাঠানো ব্যতীত অন্যভাবে সহযোগিতা করে যাচ্ছে। মঙ্গলবারও ইউক্রেনে প্রতিরক্ষা সামগ্রী পাঠিয়ে যুক্তরাষ্ট্র।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন