ইউক্রেনে আরও প্রতিরক্ষা সামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে আরও প্রতিরক্ষা সামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্রতিরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে সোভিয়েত আমলের এস-৮, এসএ-১০, এসএ-১২ এবং এসএ-১৪ মডেলের ভ্রাম্যমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ থেকে তুলনমূলক নিম্ন রেঞ্জের। তবে এগুলো ইউক্রেনে যুক্তরাষ্ট্রের আগের দেওয়া কাঁধে বহন করে নিক্ষেপণযোগ্য মিসাইলের থেকে উচ্চ রেঞ্জের।

যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাটো সদস্যদের কাছ থেকে এসব অস্ত্র পাওয়া গেছে। এগুলো ইউক্রেনের পথে রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী। এরপর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলো কাছে প্রতিরক্ষা সামগ্রী সহায়তা চেয়ে আসছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন