পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতে ৩৭ জন মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতে ৩৭ জন মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।  মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী তাদের এ দন্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, রাজশাহী র‌্যাব-৫ এর একটি অপারেশন দল ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী উপজেলার বানেশ্বর বেলপুকুর এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মদকসেবনরত অবস্থায় ৩৭ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকীর ভ্রাম্যমান আদালতে হাজির করলে আসামীরা তাদের দোষ স্বীকার করে। দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মাদকসেবীদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরনেরও নির্দেশ দেন তিনি। এব্যপারে জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি তথ্যগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

স/শা