পুঠিয়ায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে অর্থ প্রদান

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় বজ্রপাতে নিহত কৃষকের কৃষকের পরিবারকে ২০ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ নিহত ইয়াকুব আলীর বাড়িতে উপস্থিত হয়ে এ অর্থ প্রদান করেন।
গত সোমবার সকাল সোয়া ৭ টার দিকে  উপজেলার বানেশ্বর ইউনিয়নের শাহবাজপুর নওপাড়া গ্রামে বজ্রপাতে ইয়াকুব আলীর মৃত্যু হয়। সে বানেশ্বর ইউনিয়নের শাহবাজপুর নওপাড়া গ্রামের আরেজ উদ্দিনের ছেলে ।
অর্থ প্রদানের বিষয়টি  নিশ্চিত করে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মাহমুদ জানান, গত সোমবার সকালে মৃত ইয়াকুব আলী বাড়ির পাশে বেগুন খেতে কিটনাশক দিচ্ছিলেন। এ সময় ওই এলাকায় বজ্রপাত হলে সে বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।
পরে বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রসাশনের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। তিনি বলেন, যে কোন প্রাকৃতিক দূর্যোগে উপজেলা প্রশাসন সাধারন মানুষের পাশে আছে।
স/অ