পুঠিয়ায় ফেনসিডিলসহ ট্রাকের চালক ও হেলপার আটক, ট্রাক জব্দ

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় পুলিশের বিশেষ অভিযান পরিলাচনাকালে ১৬০ বোতল ফেনসিডিলসহ পণ্যবাহী ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক থেকে তাদের আটক করে।

আটককৃত ট্রাক চালক আনারুল ইসলাম (২৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। হেলপার রনি (২১) একই এলাকার বাসিন্দা। পণ্যবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ অভিযানে অংশ নেয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার আল আমীন।

এসআই ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাকিল উদ্দিন আহম্মেদের নেতৃত্বে উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে পণ্যবোঝাই একটি ট্রাকে তল্লাশি করে পুলিশ। এসময় ট্রাকের ভেতর চালক ও হেলপারের সিটের নিচে অভিনব কায়দায় রাখা ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ওই ট্রাকের চালক ও হেলপারকে আটক করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকিল উদ্দিন আহম্মেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান আইনের বিশেষ ধারায় মামলা করা হয়েছে।

স/আর