পুঠিয়ায় ফিরেই অঝোরে কাঁদলেন নৌকার মাঝি বাচ্চু

পুঠিয়া প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় ফিরেই নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে অঝোরে কেঁদেছেন জি এম হীরা বাচ্চু। আ.লীগের মনোনয়ন পেয়ে ঢাকা থেকে পুঠিয়ার উদ্দেশে রওনা হয়ে নির্বাচনী এলাকায় এসে পৌঁছলে আ.লীগের নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। নেতাকর্মীদের ভালোসায় সিক্ত নৌকার মাঝি বাচ্চু সেখানে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের মাঝে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

আজ রোববার ভোর সাড়ে ৭ টার দিকে উপজেলার সেনভাগ ঢালান নামক এলাকায় এঘটনা ঘটে। জি এম হীরা বাচ্চু পুঠিয়া পৌর এলাকার গন্ডোগোহালী মহল্লার বাসিন্দা মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে জেলা আ.লীগের সদস্য পদে রয়েছেন।
দলীয় সুত্রে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক এ ছাত্রনেতা। গতকাল শনিবার আ.লীগের মনোনয়ন বোর্ড চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসেবে জি এম হীরা বাচ্চুর নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পরপরই পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে আ.লীগের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আ.লীগের মনোনয়ন পেয়ে ঢাকা থেকে রওনা হওয়ার খবর পেয়ে ভোর থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা বিপুল সংখ্যাক নেতাকর্মীরা সেনভাগ ঢালানে অপেক্ষা করছিলো। পরে সকাল সাড়ে ৭ টায় মাইক্রোবাস যোগে তিনি সেনভাগ ঢালানে এসে পৌছলে ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত জি এম হীরা বাচ্চু কান্নায় ভেঙ্গে পড়েন। নেতার চোখে অশ্রু দেখে অনেক নেতাকর্মীই মুখ লুকিয়ে আনন্দের অশ্রু ফেলেন। পরে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে স্লোগান দিতে দিতে নিজ গ্রাম গন্ডোগোহালি মহল্লার বাড়িতে গিয়ে পৌছান।
আ.লীগের মনোনয়ন পেয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে জি এম হীরা বাচ্চু বলেন, আসলে এ অনুভুতি প্রকাশ করার মতো না। শেখ হাসিনা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। এদেশের কেও একজন যদি অভিভাবক হওয়ার মতো থাকে সে শুধু মাত্র দেশরত্ন শেখ হাসিনা।

তিনি বলেন, আমাদের নেত্রী খুঁজে খুঁেজ তৃণমুল মানুষের চাওয়া পাওয়ার মুল্যায়ন করেছেন। দলের নির্যাতিত মানুষদের আশা আকাঙ্খার মুল্যায়ন করেছেন। আমাকে দলের মনোনয়ন দেয়ায় বিশ্বনেত্রী শেখ হাসিনা, দলের মনোনয়ন বোর্ডের সকল সদস্য, পুঠিয়া দুর্গাপুরের সংসদ সদস্য মনসুর রহমানসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ আ.লীগ একটি সমুদ্রের মতো। সেই সমুদ্রে প্রতিযোগিতা থাকবে। তবে সেটা কখনই প্রতিহিংসায় রুপ নেবেনা। পুঠিয়া আ.লীগ ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করবে বলে মনে করেন তিনি। তিনি পুঠিয়া উপজেলার উন্নয়নে সর্বস্তরের মানুষের কাছে দোয়া সমর্থন চান।

উল্লেখ্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে পুঠিয়ায় আগামী ১০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

স/শা