বুধবার , ২০ এপ্রিল ২০২২ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুঠিয়ায় প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণ মামলার দুই আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

Paris
এপ্রিল ২০, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ভ্যান থেকে নামিয়ে নিয়ে প্রতিবন্ধী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক দুই আসামিকে নারায়ণগঞ্জ সদরের খানপুর এলাকা থেকেগ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত সেমাবার গভীর রাতে র‌্যাব-৫ ও র‌্যাব-১১ যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) এই দুই আসামিকে নায়ায়ণগঞ্জ থেকে রাজশাহীতে র‌্যাব-৫ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আজ বুধবার তাদের র‌্যাব কার্যালয় থেকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়। র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস সাকিব এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর পুঠিয়ার কার্তিকপাড়া গ্রামের নমীর উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫) ও একই উপজেলার কাজুপাড়া এলাকার মৃত আবু সাইদের ছেলে মো. মিজান (৩০)।

কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস সাকিব বলেন, পুঠিয়ায় প্রতিবন্ধী এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুঠিয়া থানায় ধর্ষণ মামলা হয়েছিল। পুলিশের পাশাপাশি এই মামলাটির ছায়া তদন্ত করছিল রাজশাহী র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্প। একপর্যায়ে দুই আসামির অবস্থান নিশ্চিত হয় র‌্যাব। পরে তারা নারায়ণগঞ্জ থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় নিজেরা জড়িত বলে স্বীকার করে। পরে তাদের রাজশাহী নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, এর আগে বুধবার (৬ এপ্রিল) ইফতারের পর পুঠিয়ার আত্মীয়ের বাড়ি থেকে ভ্যানে করে বাগমারা নিজ গ্রামে ফিরছিলেন ওই প্রতিবন্ধী স্কুলছাত্রী। ওই ভ্যানে আরও যাত্রী ছিলেন। তারা রাত ৮টার দিকে পুঠিয়ার কাচুপাড়া মাঠের কাছে পৌঁছালে ৫/৬ জন যুবক ধারালো অস্ত্রের মুখে তাদের ভ্যান থামায়। এ সময় তারা ভ্যানযাত্রীদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে সবাইকে তাড়িয়ে দিয়ে অস্ত্রের মুখে ওই স্কুলছাত্রীকে মাঠের পাশের একটি কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পরদিন সকালে ভুক্তভোগী প্রতিবন্ধী স্কুলছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা করেন। পরে র‌্যাব সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে।

এএইচ/এস

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি