পুঠিয়ায় পৃথকভাবে আ.লীগ ও ছাত্রলীগের মাঝে ঈদের পোশাক বিতরন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ঈদের উপহার হিসেবে নতুন পোষাক বিতরন করা হয়েছে।

আজ (২২) শুক্রবার পৃথকভাবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আলাদা আলাদা স্থানে এগুলো বিতরন করেন।

সংস্লিষ্ঠ সুত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু আ.লীগের নেতাকর্মী ইউপি চেয়ারম্যান ও মেম্বার মিলে ৫ শতাধিক জায়নামাজ, টুপি ও পাঞ্জাবি বিতরন শুরু করেছেন।

অন্যদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সম্পাদক মিলে ২ শতাধিক ছাত্রনেতার মাঝে নতুন গেঞ্জি বিতরন করেছেন।

জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু বলেন, পুঠিয়া উপজেলার প্রবীন আ.লীগ নেতা, উপজেলা আ.লীগ, সকল ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের সভাপতি সম্পাদক এছাড়াও উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে ঈদের উপহার হিসেবে নতুন কাপড় জায়নামাজ পাঞ্জাবি ও টুপি বিতরন চলছে। প্রাথমিকভাবে জিউপাড়া ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়নে বিতরন করা শেষ হয়েছে পর্যায়ক্রমে বাঁকী ইউনিয়ন গুলোতে বিতরন করা হবে।

অন্যদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু জানান, উপজেলা ছাত্রলীগ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সম্পাদকদের মাঝে ঈদের উপহার হিসেবে নতুন গেঞ্জি বিতরন করা হয়েছে৷