পুঠিয়ায় দুর্গোৎসবকে কেন্দ্র করে শ্রেষ্ঠদের পুরুস্কার দিলেন ওসি

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে পুরুস্কার বিতরন করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পুঠিয়া থানা চত্বরে এ পুরুস্কার বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মইনুল ইসলাম, পুঠিয়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল, পূজা উদযাপন কমিটির নেতা স্বপন নিয়োগীসহ বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পুঠিয়ায় এবার ৫৭ টি পূজা মণ্ডপে দুর্গাপুজার আয়োজন করা হয়েছে এদের মধ্যে সাজসজ্জায় শ্রেষ্ঠ মণ্ডপের পুরুস্কার জিতেছে বানেশ্বর তরুন সংঘ পূজা মণ্ডপ, শ্রেষ্ঠ প্রতিমার পুরুস্কার জিতেছে যগোপাড়া পূজা মণ্ডপ, শ্রেষ্ঠ পুরোহিতের পুরুস্কার জিতেছেন কাঠালবাড়িয়া পূজাম-পের পুরোহিত তপন কুমার মজুমদার এছাড়াও শ্রেষ্ঠ ঢুলির পুরুস্কার জিতেছেন অজয় কুমার।

তাদের প্রত্যাককে থানা পুলিশের পক্ষ থেকে পুরুস্কৃত করা হয়েছে। এসময় থানার ওসি উপজেলার প্রতিটি পূজামণ্ডপের শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করায় প্রতিটি পূজাম-পের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

স/অ