শুক্রবার , ২৬ অক্টোবর ২০১৮ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবিতে শের-ই বাংলা’র ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত

Paris
অক্টোবর ২৬, ২০১৮ ৪:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, রাবি:
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৪৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা হল থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ম্যুরালের সামনে এসে শেষ। পরে শের-ই-বাংলা’র স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ আসর শের-ই বাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনায় হল মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেছে হল কৃর্তৃপক্ষ।

পুষ্পস্তবক অর্পণ শেষে শের-ই-বাংলা একে ফজলুল হক হল প্রভোস্ট পার্থ বিপ্লব রায় বলেন, আজ এমন এক মহান ব্যাক্তির জন্মদিন যে ব্যাক্তি এই বাংলাদেশ তথা পুরো ভারত মহাদেশের মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষকদের জীবনযাত্রার মান, পড়ালেখার সুযোগ সৃষ্টিতে তার অনন্য অবদান রয়েছে।’

এ সময় আবাসিক শিক্ষক আল-আমিন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, হলের কর্মকর্তা-কর্মচারীসহ আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স/অ

সর্বশেষ - শিক্ষা