পুঠিয়ায় দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধে অবহিতকরণ সভা


পুঠিয়া প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ইউনিসেফ’র সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের এক অবহিতকরণ সভায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুঠিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত এই   আয়োজনে এই অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন পিএডিএন জয়েন্ট কোঅর্ডিনেটর এ্যাডঃ আব্দুস সামাদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বেলপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, পুঠিয়া ইউপি চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু, জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনে আরা বেগম, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাঃ আল আমিন সরকার, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আক্তার জাহান, মহিলা বিষক কর্মকর্তা ডালিয়া পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা মকলেছুর রহমান, দি হাঙ্গার প্রকল্পের রাজশাহী আঞ্চলের সমন্বয়কারী মিজানুর রহমান, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর আল আমিন মিয়া, জেলা কোঅর্ডিনেটর রাসেল আহমেদ, পুলিশ পরিদর্শক আব্দুল বারী, পুঠিয়া স্বেচ্ছাসেবক সমন্বয়কারী মুনজুর রহমান শাকিব, সাংবাদিক মোহাম্মদ আলী, মেহেদী হাসান, মফিজুর ইসলামসহ শিক্ষক, সুশীল সমাজ, যুবসমাজ প্রতিনিধিবৃন্দ।

অবহিতকরণ সভায় বক্তারা বলেন, কোভিড-১৯ প্রতিরোধের বিষয়ে নানা দিক তুলে ধরেন। কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে যে টিকাটি পাওয়া যায়, তা প্রয়োগ করার জন্য জনগণকে উৎসাহিত করার জন্য উঠান বৈঠক এবং মাক্স পড়া, হাত ধোয়ার অভ্যাস অব্যাহত রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলাসহ আরও সচেতনতা হওয়ার জন্য অবহিত করা হয়।

এস/আই