পুঠিয়ায় ট্রাকের সাথে ভ্যানের সংঘর্ষে এক শিশু নিহত

মইদুল ইসলাম মধু, পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় বৈশাখী খাতুন (৮) নামের এক ভ্যানযাত্রী স্কুলছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো এক নারী ভ্যানযাত্রী। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের পোল্লাপুকুর নামক স্থানে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৈশাখী খাতুন (৮) উপজেলার বেলপুকুর ইউনিয়নের তারাশ গ্রামের হাচেন আলীর মেয়ে। সে তারাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়েরও ৩ শ্রেনীর ছাত্রী। তবে আহত অপর নারী যাত্রীর পরিচয় জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তথ্যগুলোর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ধাওয়া করে ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। এর প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা প্রায় আধাঘন্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে এসময় সড়কের দুইপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা মানিক জানান, ঘটনাস্থলে একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় যাত্রী বোঝাই ভ্যানটি মহাসড়কের নিচে নামিয়ে দেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা নাটোর গামী মালবাহী ট্রাকটি (যশোর-ট ১১-০৯৪৬) পেছন থেকে ভ্যানটিকে স্বজোরে ধাক্কা দিলে ভ্যানের যাত্রীরা মাটিতে পরে গিয়ে গুরুতর আহত হন। এদের মধ্যে বৈশাখী খাতুন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এ ব্যপারে পবা হাইওয়ে পুলিশ পুঠিয়ার শিবপুর হাটে অবস্থিত ফাঁড়ির ইনচার্জ (আইও) কাজল কুমার নন্দী জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাত লেগে প্রচুর রক্ত ক্ষরণ হয়। তবে আহত আরেক নারী যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।