পুঠিয়ায় ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বিষয়ে প্রশিক্ষণ ও পরিচিতি সভা

পুঠিয়া প্রতিনিধি:
সঠিক ভাবে জনগনের কাছে সরকারী সেবা প্রদানের লক্ষে সরকারী কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে রাজশাহীর পুঠিয়ায় “জাতীয় শুদ্ধাচার কৌশল” বিষয়ে সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ এবং রাজশাহী জেলা প্রশাসকের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
সোমবার বেলা ৯ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধিদের নিয়ে “জাতীয় শুদ্ধাচার কৌশল” বিষয়ে সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ কর্মশালা অনুুষ্ঠিত হয়েছে।
এদিকে বেলা ১২ টার দিকে নবাগত রাজশাহী জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের সাথে উপজেলার সরকারী কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পরে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমা নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার শফিকুর আলম।
এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন, উপজেলা ভাইচ-চেয়ারম্যান আহম্মদ উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাহেদ আলী, কৃষি কর্মকর্তা মুনজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদ, উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিকসহ উপজেলার সরকারী-আধাসরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা।
এর আগে বেলা ১১ টায় বানেশ্বর ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষদের আয়োজনে ভিক্ষুকদের পূনর্বাসনের লক্ষে বিভিন্ন উপকরন বিতরন করেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ। এসময় উপস্থিত ছিলেন, ইউএনও নাজমা নাহার, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গাজী সুলতান প্রমুখ। শেষে জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ উপজেলা ভূমি অফিস ও একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

 

স/আ