পুঠিয়ায় চার হোটেল মালিকের অর্থদণ্ড

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে চার হোটেল মালিককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আাদলত।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমা নাহার এ অর্থদণ্ড প্রদান করেন।

জরিমানা প্রাপ্ত হোটেল গুলো হলো, বানেশ্বর বাজারে অবস্থিত আদর্শ হোটেল এন্ড রেস্টুরেন্ট, নিউ ইসলামিয়া হোটেল, নিড়ালা হোটেল ও সাগর-সৈকত ষ্টোর। তাদের প্রত্যেককে ৪ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোছাঃ নাজমা নাহার, সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, পুঠিয়া থানার উপ-পরিদর্শক রইজ উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স, সাংবাদিক ও বানেশ্বর এলাকার সাধারণ জনগন।

এছাড়াও বানেশ্বর বাজারে অবস্থিত আম হাট সংলগ্ন মহাসড়কের দুই পাশের অবৈধ দোকান পাঠ তুলে দেওয়া হয়। এবং বানেশ্বর যাত্রী ছাওনির পার্শে অবৈধ দোকানগুলোও তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

স/আর