পুঠিয়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুঠিয়া প্রতিনিধি

পুঠিয়ায় সানোয়ারা বেগম (৪৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে ওই গৃহবধুকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, মানষিক ভারসাম্যহীন ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহের দাফন সম্পন্ন করার অনুমতি দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার বানেশ্বর খুটিপাড়া গ্রামে নিহতের স্বামী আবদুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে। আবদুল কুদ্দুস বাড়ির বাইরে যাওয়ার আগে তাকে ঘরে বন্দি করে রেখেছিলেন।

জানা গেছে, শুক্রবার সানোয়ারা বেগমের স্বামী আবদুল কুদ্দুস কাজে বের হওয়ার আগে তাকে ঘরে বন্দি রেখে বাইরে থেকে দরজা আটকে রেখে যায়। সানোয়ারা বেগম ছাড়াও বাড়িতে তার দুটি সন্তান থাকতো। পরে সন্ধার পরে নিহতের ছোট মেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখে গালায় উড়না পেচিয়ে তার মা তিরের সঙ্গে ঝুলে আছে। পরে তার চিৎকারে স্থানীয়রা বেরিয়ে এসে থানা পুলিশকে খবর দেয়।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, মানসিক রোগী হওয়ার তাকে বন্দি করে রাখা হতো। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এবিষয়ে নিহতের ভাসুর বাদী হয়ে একটি অপ্রমৃত্যুর মামলা করেছেন।

 

স/আ