পুঠিয়ায় খাস জমি বন্দোবস্তে ভূমিহীন পরিবার যাচাই-বাছাই

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নে খাস জমি বন্দোবস্তে প্রকৃত ভূমিহীন পরিবার যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বেলা ১১ টায় বনেশ্বর ইউনিয়ন পরিষদে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।

 
আবেদনকৃত ভূমিহীনদের মধ্যে প্রকৃত ভূমিহীন কি না তা যাচাই-বাছাই ও শুনানী কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুর আলম।

 
এ সময় উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গাজী সুলতান ও সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্যবৃন্দ।

 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুর আলম জানান, বাছাই প্রক্রিয়া শেষে সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রকৃত ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি প্রদান করা হবে।

 
পুঠিয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো এটিএম মিরাজ আলী জানান, বানেশ্বর ইউনিয়নে ঠিক কত শতাংশ খাস জমি আছে সঠিক বলা যাচ্ছে না। তবে যে পরিমান খাস জমি আছে প্রায় ১২/১৩ জন ভূমিহীন পরিবারের মাঝে ৪/৫ শতাংশ করে বন্টন করা যাবে।

 
উল্লেখ্য, বানেশ্বর ইউনিয়নে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদানে প্রকৃত ভূমিহীন পরিবার বাছাই কর্মসুচীতে ২৮ জন ভূমিহীন পরিবার আবেদন করেছেন।
স/শ