পুঠিয়ায় আ.লীগের বর্ধিত সভায় ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহবান

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় ওয়ার্ড আ.লীগের নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধা সাড়ে ৭ টার দিকে গন্ডোগোহালি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ওয়ার্ড আ.লীগ এর আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, আগামী ১০ মার্চ প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কেও বাড়িতে বসে না থেকে সবাইকে উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে হবে।

গন্ডোগোহালী ২ নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক কাজেম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী জি এম হিরা বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, পুঠিয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, বানেশ্বর সরকারী কলেজের অধ্যক্ষ এস এম একরামুল হক, পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আইয়ুব রানা।

পুঠিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেনের সঞ্চালনে সভায় আরো বক্তব্যদেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এ বি এম সাখাওয়াত হোসেন বাসার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শরিফুল ইসলাম টিপু, সাবেক যুগ্ম আহব্বায়ক দেলোয়ার হোসেন রুবেল, পুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান শোভন প্রমুখ।

সভায় আ.লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতি বাড়ানো নির্দেশ দেয়া হয়। এছাড়াও গোন্ডোগোহালী কেন্দ্রেসহ উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য যে, আগামী ১০ মার্চ প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের নৌকা প্রতিকের প্রধান প্রতিপক্ষ হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন জাতীয় পার্টি মনোনিত চেয়ারম্যান প্রার্থী আনসার আলী।

স/অ