পুঠিয়ার ভ্যান চালকের সততা, তিন লাখ টাকা কুড়িয়ে পেয়েও জমা দিলেন

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে এক ভ্যান চালক তিন লাখ টাকা কুড়িয়ে পেয়েও জমা দিলেন পুলিশের কাছে।আজ শুক্রবার দুপুর একটার দিকে ওই টাকা পেয়ে তিনি জমা দেয়ার পরে তার সততা নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভ্যানচালকের নাম মোঃ নাহিদ (২৪)। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের চিতলপুকুর গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপুরে পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে অন্যের আম  নিয়ে যান নাহিদ। এসময় তিনি হাটের মধ্যে একটি ব্যাগে ৩ লাখ টাকা কুড়িয়ে পান। পরে সেই টাকা পুলিশের উপস্থিতিতে হাট ইজারাদারের কাছে জমা দিয়েছেন ভ্যানচালক নাহিদন। টাকাগুলো বর্তমানে বানেশ্বর হাট ইজারাদার ওসমান আলীর জিম্মায় রয়েছে। তবে টাকাগুলোর প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছন বানেশ্বর হাটের ইজারাদার ওসমান আলী।

বানেশ্বর হাটের ইজারাদার ওসমান আলী মুঠোফোনে জানান, আম হাট থেকে ভ্যানচালক নাহিদ টাকাগুলো পেয়ে তাদের অফিসে এসে জমা দিয়েছে। তাৎক্ষনিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ হাট কমিটির অন্যন্য সদস্যদের জানানো হয়েছে। তবে রাত ৮ টা পর্যন্ত এ টাকার কেও সন্ধ্যান করেনি।

 

স/আর