পার্থ টেস্ট সরানো হলো হোবার্টে ; ম্যাচ হবে দিবা-রাত্রির

অস্ট্রলিয়ার পার্থে করোনাভাইরাস পরিস্থিতিতে টেস্ট ম্যাচ আয়োজনে শেষ পর্যন্ত সম্মতি দেয়নি স্থানীয় সরকার। তাই এই ম্যাচের ভেন্যু খুঁজছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত জানা গেল, হোবার্টে অনুষ্ঠিত হবে চলতি অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্ট। ম্যাচটি হবে দিবা-রাত্রির। এর ফলে এবারের অ্যাশেজে দুটি দিবা-রাত্রির টেস্ট দেখা যাবে।

হোবার্টে টেস্ট ক্রিকেট দেখতে খুব একটা দর্শক না হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া ওই মাঠে সাধারণত টেস্ট আয়োজন করতে চায় না। তাই ২০১৬ সালের পর এই প্রথম হোবার্টে টেস্ট আয়োজন হতে যাচ্ছে। তাও আবার দিবা-রাত্রির ম্যাচ। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় টেস্টও হবে দিবা-রাত্রির। যদিও এখন পর্যন্ত গোলাপি বলের টেস্ট খুব একটা জনপ্রিয়তা পাচ্ছে না।

উল্লেখ্য, আজ শনিবার সাড়ে তিন দিনেই ব্রিসবেন টেস্ট ৯ উইকেটে জিতে অ্যাশেজে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া। আজ ম্যাচের চতুর্থ দিনে অজিদের জয়ের জন্য মাত্র ২০ রান দরকার ছিল। দল জেতায় অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সেরও দারুণ শুরু হয়েছে। একই দিনে সিরিজের পঞ্চম এবং অন্তিম টেস্টের জন্য মাঠও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

 

সূত্রঃ কালের কণ্ঠ