পাবনায় ভূমিদস্যু ও জাল দলিলকারকদের হাত থেকে জমি রক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদক,পাবনা:
দালাল চক্র ও সন্ত্রাসীদের হাত থেকে নিজেদের জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি জমির মালিকরা। রোববার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান তারা।

লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নগরবাড়ী প্রতাতপুর গ্রামের একটি চক্র বেশকিছুদিন যাবত সাধারন মানুষের জমি ভূয়া কাগজপত্র ও জাল দলিল করে অন্য একটি চক্রের কাছে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এই চক্রটির কবলে পরে এলাকার বেশ কিছু সাধারন মানুষ জমি কিনে প্রতারিতও হয়েছেন। চক্রটি এলাকায় সাধারন মানুষ এবং মূল জমির মালিকদের ভয় ভিতি দেখিয়ে জমিতে যেতে দিচ্ছেনা। দালাল চক্রের হাত থেকে বাঁচতে জমির মালিকরা প্রশাসনের সহযোগিতা চাইলেও প্রশাসন তাদের সহযোগিতা করছেনা বলেও অভিযোগ করেন ভুক্তভোগিরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রামবাসির পক্ষে ইমান আলী। সংবাদ সম্মেলনে পুরান ভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মেম্বার  আলি ইসলাম, আমির আলি, হেলাল উদ্দিন সহ গ্রামের শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
স/শ