পাবনায় বহুতল মার্কেটে ভয়াবহ আগুন, তিন কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, পাবনা:

পাবনা সদরের জনতা ব্যাংক মোড়ের একটি বহুতলার্কেটে ভয়াবহ আগ্ননিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।  সোমবার ভোর পৌনে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট একযোগে কাজ করছিল। তবে আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসে।

মার্কেটটিততে চারটি ব্যাংক, এ্যাপেক্সসহ বিভিন্ন শোরুম আছে। নিচ তলায় ও দোতলায় অবস্থিত শোরুগুলোতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনাস্থলে থাকা দৈনিক কালের কণ্ঠের পাবনা প্রতিনিধি সিল্কসিটিনিউজকে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ওই মার্কেটের শোরুমগুলোতে ঈদ উপলক্ষে মালামালে ভর্তি ছিল। কিন্তু ভয়াবহ আগুনে শোরুমগুলোর প্রায় সব মালামাল ভস্মিভূত হয়েছে।

এতে অনেকেই প্রায় সর্বশান্ত হয়ে গেছেন। তবে মার্কেটের চতুর্থ তোলায় অবস্থিত চারটি ব্যাংকের ভোল্টগুলো অক্ষত আছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে।
স/আর