পাবনার বলরামপুরে মাদকবিরোধী উদ্বুদ্ধকরণ সভা

পাবনা প্রতিনিধি:

পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বলরামপুর মাদক নির্মূল কমিটির উদ্যোগে শহরের বলরামপুরের সরদার পাড়ায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে জনসচেতনতামূলক বক্তব্য দেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের ইন্সপেক্টর কাজী হাবিবুর রইচ, এএসআই শের আলম, তায়েব সরদার, সেলিম সরদার, দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোবাহান সরদার, আব্দুল কাদের মিঠু মাস্টার, মান্নান ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, ‘মাদক বর্তমানে একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তরুণ সমাজের বিশাল একটি অংশ এ ব্যাধিতে আক্রান্ত। এ ভয়াবহ ব্যাধির করাল গ্রাস থেকে আমাদের তরুণদের রক্ষা করতে সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই। মাদক ছাড়ার ক্ষেত্রে মাদকাসক্ত ব্যক্তির দৃঢ় ইচ্ছা এবং মানসিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সব মাদকাসক্ত ব্যক্তির হয়তো চিকিৎসার প্রয়োজন নেই। তবে পরিবারের সহযোগিতা ছাড়া মাদক ছাড়া সম্ভব নয়।

এসময় এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি ও হৃদয়ে পাবনার আহ্বায়ক আর কে আকাশ, ইউপি সদস্য রবি, মো. ইব্রাহিম, আক্তারুজ্জামান চাঁদ, রাজা হাজী, রবিন, বাবুসহ এলাকার বিভিন্ন পেশাজীবী, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে মাদক গ্রহণ না করার শপথ বাক্য পাঠ করান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা উপ-অঞ্চলের ইন্সপেক্টর কাজী হাবিবুর রইচ। শপথ বাক্য পাঠ শেষে প্রজেক্টরের মাধ্যমে মাদকের কুফল ও সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

স/শা