পাঞ্জাবে কেজরিওয়ালের দল সত্যিই জাদু দেখাবে?

কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অমৃতসরে গিয়েছিলেন নভজ্যোৎ সিংহ সিধুর হয়ে ‘রোড শো’ করতে। তাঁর জন্য টিক্কা কাবাব গিয়েছিল লরেন্স রোডের অমরজিৎ সিংহের রেস্তোরাঁ থেকে। অমৃতসর গেলে অরুণ জেটলিরও মনে পড়ে যেত অমরজিতের তন্দুরি চিকেন।

পাঞ্জাবের রাজনীতির তন্দুরে কী রান্না হচ্ছে, অমরজিৎ না কি আগেই তার গন্ধ পান! সেই অমরজিৎ বলেছেন, এবার অনেকেই চুপচাপ আম আদমি পার্টিকে ভোট দেবেন।

স্থানীয়রা বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে দারুণ কাজ করেছেন। স্কুল, হাসপাতালের ভোল পাল্টে দিয়েছেন! এবার পাঞ্জাবেও আম আদমি পার্টির একবার সুযোগ পাওয়া উচিত।

ভারতের স্বাধীনতার পর থেকে পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে হয় কংগ্রেস, না-হয় শিরোমণি অকালি দল। এবার যেন পরিবর্তনের হাওয়া লেগেছে। কংগ্রেস, অকালি দল তো অনেক হলো! এবার আম আদমি পার্টিকে একটা সুযোগ দিয়ে দেখার ভাবছেন অনেকেই!

আম আদমি পার্টির প্রচারে গান বাজছে, ‘এক মওকা দেনা কেজরিওয়াল নু, এক মওকা দেনা ভগবন্ত মান নু’। অরবিন্দ কেজরীওয়াল, আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মানও একটাই সুযোগ চাচ্ছেন।

ভগবন্তের কর্মজীবন শুরু কৌতুকশিল্পী হিসেবে। টিভিতে তাঁর ‘জুগনু মস্ত মস্ত’ অনুষ্ঠানে দুর্নীতিগ্রস্ত নেতার আম আদমিকে বোকা বানানো নয়ে করুণ রসিকতা পাঞ্জাবের মন জিতেছিল। দু’বারের সাংসদ ভগবন্তের এখন সেরা পুঁজি, মানুষের কাছাকাছি থাকা, দুর্নীতিমুক্ত ভাবমূর্তি।

দিল্লির সীমানায় পাঞ্জাবের কৃষকরা এক বছর আন্দোলন করেছিলেন। দিল্লির কেজরিওয়ালের সরকার, দল নীরবে চাষিদের সাহায্য করেছে। পাঞ্জাবের গ্রাম বা পিণ্ড-এ কংগ্রেস, অকালিদের মতো সংগঠন আপ-এর নেই।

তাই ভোট মিললেও শেষ পর্যন্ত কতগুলো আসন মিলবে, তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু সিঙ্ঘু-টিকরি-গাজিপুরে বছর কাটিয়ে ফেরা চাষিদের মুখে মুখে দিল্লি সরকারের কাজের গুণগান জালন্ধর থেকে লুধিয়ানার গম, সরিষার খেতে দোল খাচ্ছে। প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদি ভারতে ‘গুজরাত মডেল’-এর স্বপ্ন বেচেছিলেন। কেজরিওয়ালও পাঞ্জাবে ‘দিল্লি মডেল’-এর স্বপ্ন বেচতে সফল।

এবং শেষবেলায় সেই স্বপ্ন ভেঙে দিতে আবারো হাজির কেজরিওয়ালের সঙ্গে খালিস্তানিদের যোগাযোগের অভিযোগ। ঠিক যেমনটা হয়েছিল ২০১৭ সালের পাঞ্জাব বিধানসভা ভোটের প্রাক্কালে।

সেবার ভোটগ্রহণ ছিল ৪ ফেব্রুয়ারি। ৩০ জানুয়ারি অভিযোগ ওঠে, কেজরিওয়াল মোগায় প্রচারে গিয়ে খালিস্তানি, গুরিন্দর সিংহের বাড়িতে রাত কাটিয়েছেন। খলিস্তান কমান্ডো ফোর্সের গুরিন্দরের নামে মোগায় বোমা বিস্ফোরণের অভিযোগ ছিল। খালিস্তানিরা আপ-প্রার্থীদের অর্থ সাহায্য করছেন বলেও অভিযোগ ওঠে।

এবার ২০ ফেব্রুয়ারি অর্থাৎ কাল রবিবার পাঞ্জাবে ভোট। চার দিন আগে আচমকা কেজরিওয়ালের পুরনো সঙ্গী কুমার বিশ্বাসের ভিডিও প্রকাশ্যে এনেছে বিজেপি। কুমার বলেছেন, কেজরিওয়াল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে না পারলে পৃথক খালিস্তান রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে চান।

পাঁচ বছর আগেও আপ-এর পক্ষে প্রবল হাওয়া উঠেছিল। মনে হচ্ছিল, দিল্লির পরে আপ পাঞ্জাবেও সরকার গড়ছে। কিন্তু ভোটের আগে খালিস্তানি-যোগের অভিযোগের ধাক্কায় ১১৭ আসনের বিধানসভায় মাত্র ২০টি জিতেছিল আপ। এবারও কি সেটাই হবে?

এত দিন নরেন্দ্র মোদি আপ-কে কংগ্রেসের ফটোকপি বলছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী বলছিলেন, বিজেপি ও আপ একই মুদ্রার এপিঠ, ওপিঠ। এবার মোদি, প্রিয়াঙ্কা এক স্বরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আঁতাঁত নিয়ে কেজরিওয়ালকে নিশানা করেছেন।

আপ বলেছে, তাদের ক্ষমতায় আসা আটকাতে কংগ্রেস, বিজেপি, অকালি দল— সবাই ষড়যন্ত্রে এককাট্টা। ভগবন্তের দাবি, অকালি দল, কংগ্রেস মিলে পালা করে ৭০ বছর পাঞ্জাবকে লুট করছে। আম আদমি পার্টি এই লুট বন্ধ করতে চায় বলেই কেজরিওয়ালকে ঠেকাতে খালিস্তান টেনে আনতে হয়!

কংগ্রেস, অকালি দল, বিজেপি-অমরিন্দর সিংহের জনসভায় যারা হাজির হচ্ছেন, তাঁরাই সভা শেষ হলে বলছেন- এবার আম আদমি পার্টি ভোট টানবে। পাটিয়ালার প্রথম শপিংমলের কর্মী পবন কৌশলের প্রশ্ন, দিল্লিতে আপ-সরকার তো আমাদের মতো কর্মীদের কমপক্ষে বেতনও অনেক উঁচুতে বেঁধে দিয়েছে শুনেছি। পাঞ্জাবে আপ সরকার এলে আমাদেরও বেতন বাড়বে।

১০ কিলোমিটার দূরের গ্রাম থেকে পাটিয়ালায় ব্যাটারিচালিত রিকশা চালাতে আসা বিট্টু সিংহের সাফ কথা— কংগ্রেস, অকালি-বিজেপি আম আদমির জন্য কিছুই করেনি। এবার ঝাড়ুর জাদু!

ঝাড়ু কি সত্যিই জাদু দেখাবে? না কি পরিবর্তনের হাওয়া খালিস্তানি-চাপে পঞ্চনদীর পানিতে ডুবে যাবে?

 

সূত্রঃ কালের কণ্ঠ