পাকিস্তানে মসজিদের কাছে বোমা বিস্ফোরণে নিহত ২২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে পারাচিনার শহরে একটি মসজিদের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০জন। শুক্রবার আফগান সীমান্তবর্তী এই শহরে একটি গাড়ি বিস্ফোরিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

শুক্রবার জুম্মার নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে। জানা গেছে, মসজিদের নারীদের প্রবেশপথের কাছেই গাড়িটি বিস্ফোরকসহ পার্ক করা ছিল। সেখানেই বিস্ফোরিত হয় গাড়িটি।

 

আহতদের উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় হাসপাতালের এক ডাক্তার জানান, চিকিৎসায় আহতের জন্য রক্ত প্রয়োজন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমাদের এখানে আহতরা প্রাইভেট কার ও অ্যাম্বুলেন্সে করে আসছেন।’

 

এই হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বিস্ফোরণের পর স্থানীয় দোকানপাট বন্ধ রয়েছে। কুররামের রাজধানী পারাচিনারের বেশিরভাগ নাগরিকই শিয়া সম্প্রদায়ের।

সূত্র: বাংলা ট্রিবিউন