পাকিস্তানে অবিশ্বাস্য রকমের নিরাপদ বোধ করছি : কামিন্স

২৪ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে গেছে অস্ট্রেলিয়া দল। আজ রবিবার তারা পাকিস্তানের মাটিতে পা রেখেছে। জঙ্গি উপদ্রবের কারণে ২০০৯ সালের পর প্রায় এক যুগ পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। অস্ট্রেলিয়ার মতো খুঁতখুঁতে দলকে সফরে রাজি করানো নিঃসন্দেহে পাকিস্তানের কূটনৈতিক সাফল্য।

সফরে যাওয়ার আগে নিরাপত্তা নিয়ে অজিদের মনে শংকা থাকলেও পাকিস্তানে পা রেখে সব দূর হয়ে গেছে।

ক্রিকেটারদের জন্য পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা দেখে বেশ সন্তুষ্ট কামিন্স। তিনি বলেছেন, ‘আমি অবিশ্বাস্য রকমের নিরাপদ বোধ করছি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের সত্যিই ভালো খেয়াল রাখছে। আমাদের আসাকে কেন্দ্র করে বিপুল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা বিমান থেকে নেমে সোজা হোটেলে চলে এসেছি।  হোটেলেও ভালো ব্যবস্থা আছে।  আমরা ম্যাচ ও অনুশীলন ছাড়া হোটেলেই থাকব। আমরা ভারতের মতো দেশেও সফরে গিয়ে খুব বেশি হোটেল থেকে বের হইনি। তাই এভাবে আমরা অভ্যস্ত। ‘

নিরাপত্তায় সন্তুষ্ট হওয়ায় অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক কামিন্স এখন মাঠের খেলায় মনযোগ দিতে চান। তিনি আরও বলেন, ‘এখানে আসার আগে যে বিষয়গুলো আমরা নিখুঁতভাবে চেয়েছি তার মধ্যে শুধু নিরাপত্তাই নয়, জৈব-সুরক্ষা বলয়ও ছিল। প্রত্যেকেই দুর্দান্ত কাজ করেছে, তাই এখন কেবল আমরা ক্রিকেটে মনোনিবেশ করতে এবং ২৪ বছরে (এখানে) আমাদের প্রথম সফর উপভোগ করতে পারি।  সবকিছু বেশ ভালো এবং চারপাশে অনেক পেশাদারদের পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ