পাকিস্তানের সঙ্গে কাজ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র : সরকারি মুখপাত্র

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং সীমান্ত নিরাপত্তায় পাকিস্তানের সঙ্গে কাজ করে যেতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস গত বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

নেড প্রাইস বলেন, ‘আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে অনেক মূল্য দেই। দুই পক্ষের অভিন্ন আগ্রহের ক্ষেত্রগুলোতে আমরা কাজ অব্যাহত রাখতে চাই।

এসব ক্ষেত্রের মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ এবং সীমান্ত নিরাপত্তা।

এ ছাড়া আফগানিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিস্থিতির বিষয়েও মন্তব্য করেছেন মুখপাত্র নেড প্রাইস। তিনি উল্লেখ করেন, আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানেও সন্ত্রাসী হামলা বেড়েছে। এ সময় তিনি গত মাসের শেষদিকে করাচি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় তিন চীনা নাগরিকসহ চারজনের মৃত্যুর কথা উল্লেখ করেন। মুখপাত্র এ হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘যেকোনো সন্ত্রাসী হামলা সব জায়গার মানবতার জন্য অবমাননাকর। ’

সম্প্রতি ভারতকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। এ বিষয়ে আরেক সাংবাদিকের প্রশ্নে নেড প্রাইস বলেন, ‘ইউএসসিআইআরএফ একটি স্বাধীন প্রতিষ্ঠান। এটি কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। এটি শুধু মার্কিন সরকারকে বিভিন্ন প্রস্তাব ও বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়ে থাকে। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ