রাজশাহীতে অনূর্ধ্ব-১৯ টুর্ণামেন্ট

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যুবাদের দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক ::

চট্টগ্রামে প্রথম দুই ম্যাচে হতাশার পর রাজশাহীতে ভাগ্য খুলেছে বাংলাদেশের যুবাদের। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে অনূর্ধ্ব-১৯ দল।

বৃহস্পতিবার সকালে টসে জিতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশের যুবারা। স্বাগতিক বোলারদের তোপের মুখে একদমই সুবিধা করতে পারেননি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ব্যাটাররা। ৪১.৪ ওভারেই পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৫৪ রানে।

পাকিস্তান যুবদলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন সাদ বেদ। এছাড়াও আরাফাত মিনহাজ ২৮ এবং আলী আসফান করেন ২৭ রান।

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন রোহানাথ দৌলা বর্ষণ ও ইকবাল হাসান ইমন। এছাড়া পারভেজ রহমান জীবন দুইটি ও জিসান আলম এবং ইয়াসি সিদ্দিক পান একটি করে উইকেট।

লক্ষ্য ১৫৫ রানের। ব্যাট হাতে দারুণ সূচনা করে বাংলাদেশের যুবারা। ৩৪ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরেন আদিল বিন সিদ্দিক। মাযহারুল ইসলাম করেন ২৫ বলে ২১ রান। জিসান আলমের ব্যাট থেকে আসে ২৪।

পাকিস্তানের বোলিং আক্রমণ গুঁড়িয়ে ২৬ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচসেরা হন বাংলাদেশের রোহানাথ দৌলা বর্ষণ।

এর আগে চট্টগ্রামে প্রথম দুই ম্যাচে পাকিস্তান অনুধ্র্ব-১৯ দলের কাছে হেরেছিলো বাংলাদেশ অনূধ্র্ব-১৯ দল।