পাকিস্তানের কোচ হিসেবে আকরামকে চান মিয়াঁদাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাবেক পাকিস্তান ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ মনে করেন, কিংবদন্তি পেস বোলার ওয়াসিম আকরামকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া উচিত। বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি পাকিস্তান। ফলে ছাঁটাই হতে পারেন কোচ মিকি আর্থার। এ গুঞ্জনের মধ্যে এমন মন্তব্য করলেন মিয়াঁদাদ। তিনি মনে করেন, স্থানীয় কাউকে কোচ পদে নিয়োগ দেয়ার এখনই সময়। পুনর্ব্যক্ত করেন সে ক্ষেত্রে সঠিক ব্যক্তি হচ্ছে আকরাম।

ক্রিকেট পাক প্যাশন ডটকমকে মিয়াঁদাদ বলেন, দেখুন বিশ্বের ক্রিকেট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়রা ওয়াসিম এবং আমাদের অন্য খেলোয়াড়দের দক্ষতা অর্জন করছে। উদ্ভূত সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং পারফরম্যান্সে উন্নতি করা যায়, সে ক্ষেত্রে আমাদের টেকনিকগুলো ওই খেলোয়াড়দের শেখাচ্ছে দেশগুলোর কোচরা। তাদের টিপসগুলো বিস্ময়করভাবে কাজ করছে। অধিকন্তু অন্য দলগুলো তাদের দেশের বিশেষজ্ঞদের অভিজ্ঞতাও কাজে লাগাচ্ছে। তা হলে আমরা কেন আমাদের সাবেক গ্রেট ক্রিকেটারদের কাজে লাগিয়ে উপকৃত হতে পারব না?

তিনি বলেন, সত্যিকার অর্থে আমাদের খেলোয়াড়দের পারফরম্যান্সের উন্নতির প্রতি বিদেশি কোচদের কোনো আগ্রহ বা সুনজর নেই। তাদের অধীনে খেলোয়াড়রা ভালো করলে তারা এককভাবে কৃতিত্ব নেয়। তবে আন্তর্জাতিক কোনো ইভেন্টে খারাপ করলে খেলোয়াড়দের দোষ দেয় ওরা। বলে, খেলোয়াড়রা শিখতে চায় না, দক্ষতা বাড়াতে চায় না। নিজেদের অভিজ্ঞ কেউ না থাকলে আপনারা বিদেশি পেশাদার কোচদের সেবা নিতে পারেন। কিন্তু যদি নিজেদের যথেষ্ট যোগ্য লোক থাকে, তা হলে বিদেশিদের আনা যথার্থ হবে না।

সাবেক ডানহাতি ব্যাটসম্যান যোগ করেন, পরিবর্তিত আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ মোকাবেলায় ল্যাপটপ কোচদের দরকার নেই। তাদের পরিবর্তে যারা হাতে-কলমে শেখাবে পাকিস্তানের সেই ঘরানার প্রশিক্ষক দরকার।