পাঁচ ক্রিকেটার আক্রান্ত; আয়ারল্যান্ড-উইন্ডিজ ওয়ানডে স্থগিত

বিশ্বজুড়ে আবারও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। হানা দিয়েছে ক্রিকেট জগতেও। আয়ারল্যান্ড দলের ৫ ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল করা হয়েছে। আজ ১১ জানুয়ারি মঙ্গলবার জ্যামাইকার স্যাবাইনা পার্কে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আগেই তিন আইরিশ ক্রিকেটারের করোনা ধরা পড়েছিল। এরপর দুই বোর্ডের যৌথ বিবৃতিতে জানানো হয় যে, নতুন করে আরও দুই আইরিশ তারকার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। আইরিশ দলের পাঁচ ক্রিকেটার করোনা পজিটিভ হওয়ার পাশাপাশি দুই ক্রিকেটার ইনজুরিতে আক্রান্ত। ফলে আইরিশ দলের অবস্থা ভীষণ শোচনীয়। সেই কারণেই দ্বিতীয় ম্যাচ বাতিল করা হয়েছে।

তবে ম্যাচ বাতিল হলেও সিরিজ বাতিল হয়নি। সূচিতে কিছুটা বদল ঘটিয়ে সিরিজ শেষ করতে আগ্রহী দুই দেশের বোর্ড। এই ঘটনা নতুন নয়। গত বছর অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও করোনার জেরে ম্যাচ বাতিল হলেও শেষ পর্যন্ত সিরিজ ভালভাবেই শেষ হয়। এক্ষেত্রেও এমন করারই পরিকল্পনা বোর্ডের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে রয়েছে উইন্ডিজ।

 

সূত্রঃ কালের কণ্ঠ