পাঁচশ ছাড়ালো রাজশাহীতে করোনা রোগী

নিজস্ব প্রতিবেদক:

পাঁচশ ছাড়ালো রাজশাহীতে করোনা রোগী। জেলার মধ্যে এই শহরই যেন এখন করোনা রোগীদের বাতি-ঘরে পরিণত হচ্ছে। একের পর এক করোনা রোগী শনাক্ত হওয়ায় চরম আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। রামেক হাসপাতালে ল্যাবে ২০জন ও রামেক ল্যাবে আজ ১৬ জনসহ নগরীতে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৬৭ জনে। অথচ জেলায় মোট রোগীর সংখ্যা ৫১৯ জন। ফলে জেলার উপজেলাগুলোতে মোট রোগী সংখ্যা হলো ১৫২ জন।

রাজশাহী মেডিকেল কলেজে ল্যাবে আজ শনিবার ১৮১টি নমুনা পরীক্ষা করে মোট ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৮ জন, পাবনার ৩ জন, নাটোর ৫ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ১ জন রয়েছেন।

এ নিয়ে রাশাহীতে শনাক্তের সংখ্যা ৫০১ জন জন। পাবনায় শনাক্ত হলো ৪৩১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৯৫ জন, নাটোরে ১৬০ জন। রাজশাহীর ১৮ জনের মধ্যে নগরীরই হলো ১৬ জন। অপর দুই জনের বাড়ি তানোরে। আর নগরীতে সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ৩৪৭ জন। তানোরে হলো ২৪ জন।

এদিকে রামেক ল্যাবে শনাক্ত হওয়া রোগীরা হলেন, নগরীর প্রেমা খান (২৫), সাদিয়া আফরিন সাবা (১৮), হাবিবুলল্লাহ হক (৪৫), সালমা খাতুন (৪৫), সীমা খান (৪৫), গোলাম কিবরিয়া (৫৪), আব্দুল ওহাব (৩৪), জিনিয়া আক্তার (১৯), জিয়াউর রহমান (৪০), শ্রী কার্তিক রবি দাশ (৩০), আতিয়া জাহান (৪০), আরমান হারায়ন চৌধুরি (৪৮), মীর মোহাম্মদ আলী (৪২) আবুল হাসান (৩২), রাজশাহী সিটি করপোরেশনের কর্মী মোশাররফ হোসেন (৩৬) ও মুক্তার হোসেন (৪৬)। তানোরের ডাক্তার শাপলা রানী (২৬), শ্রীতো মাহাত (৪), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রাশেল খান (৩৯), পাবনার সাথিয়ার আব্দুস সোবহান সরকার (৯২) ও কাজী ইমরান শফি (৪৮), পাবনা সদরের খাইরুল হোসেন (৬০), নাটোরের গুরদাশপুরের ইব্রাহীম (২৭), বরাড়ইগ্রামের কাবিল হোসেন (২৯) ও সরওয়ার হোসেন (৩০) এবং আনিসুর রহমান (২২) (গুরদাশপুরের ইব্রাহীমের নাম দুই বার লিখা আছে)।

অন্যদিকে রামেক হাসপাতাল ল্যাবে আজ ২৭ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

 

স/আর