চাঁপাইনবাবগঞ্জ সদরে করোনা সংক্রমন বাড়ছে

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বেলেপুকুর মহল্লার আনসার ক্যাম্প এলাকায় করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। শনিবার (২৭ জুন) ৬৭টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এই ৬৭ জনই সদর উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে বেলেপুকুর আনসার ক্যাম্প এলাকার ১৮ বছরের এক কিশোরী, একজন বটতলাহাট এলাকার ও একজন সদর হাসপাতাল এলাকার বাসিন্দা রয়েছেন। এরা ২ জনই পুরুষ।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করে বলেন, আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে ৬৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১ জন মহিলা ও ২ জন পুরুষ। এই ৬৭ জনই সদর উপজেলার বাসিন্দা। রিপোর্ট পেন্ডিং রয়েছে সাড়ে ৩শ জনের।

তিনি আরো জানান, আগামীকাল রবিবার আরো ২০০ জনের নমুনা পাঠানো হবে।

উল্লেখ্য, এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৭ জন। এই ৯৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫৪ জন।

স/অ