পশ্চিম তীরে আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আরও এক ফিলিস্তিনি যুবককে হত্যার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কারাওয়াত বনী হাসান শহরের বাসিন্দা আমির আতেফ রাইয়ান নামের ওই ফিলিস্তিনি যুবক সালফিট শহরে অবস্থান করার সময় তাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আমির আতেফ রাইয়ান ছুরি দিয়ে হামলার চেষ্টা করেছিলেন বলে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দা সত্ত্বেও তারা আগ্রাসন অব্যাহত রয়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন