পল্টনে বোমা বিস্ফোরণের মামলায় চার জঙ্গি রিমান্ডে

রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নব্য জেএমবির স্লিপার সেলের চার সদস্যের দুই দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালত এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মামুন আল মোজাহিদ ওরফে সুমন (২৪), আল আমীন ওরফে আবু জিয়াদ (২৬), মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক (২৪) ও সারোয়ার হোসেন রাহাত (২৩)।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউিনটের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল নজরুল চার আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন। এসময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এদিকে গতকাল বৃহস্পতিবার উত্তরা আজমপুর এলাকা থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউিনট (সিটিটিসি)।

 

সূত্রঃ কালের কণ্ঠ