পর্যটক শূন্য বান্দরবান, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

করোনা ভাইরাস আতঙ্কে পর্যটন স্পটগুলোতে প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করায় পর্যটক শূন্য হয়ে পড়েছে বান্দরবান। যার নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। করোনা অব্যাহত থাকলে কোটি কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বসন্তের এ সময়ে পাহাড়ে উপচে পড়া ভিড় থাকে পর্যটকের। কিন্তু ভরা মৌসুমে বান্দরবানের চিরচেনা দৃশ্যটা হঠাৎই বদলে গেছে করোনা ভাইরাস আতঙ্কে। প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণে পর্যটক নেই মেঘলা, নীলাচল, নীলগীরি, শৈল প্রপাত, চিম্বুক, স্বর্ণমন্দিরসহ জেলার অর্ধ শতাধিক পর্যটন স্পটে। যার বিরূপ প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য ও পর্যটকবাহী যানবাহনে। লোকসানের মুখে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, ব্যবসা বাণিজ্যে খুবই খারাপ পরিস্থিতি চলছে। কোনো প্রকার বেচা-বিক্রি নেই।

এক আচার ব্যবসায়ী জানান, আগে প্রায় ১০-১২ হাজার টাকার আচার বিক্রি হতো। এখন ব্যবসায় নেই বললেই চলে।

করোনার কারণে ১৮ মার্চ থেকে বান্দরবানের হোটেল ও মোটেল বন্ধ থাকায় লোকসানের মুখে পড়েছেন মালিকরা।

বান্দরবান হোটেল মোটেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, এ মুহূর্তে পর্যটক শূন্য বান্দরবান। এটা বন্ধ হওয়ার কারণে পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িত তারা সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন শিল্পের লোকসান কাটাতে উদ্যোগ নেয়া হবে বলে জানালেন ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

বান্দরবান জেলা ট্যুারিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বলেন, আমরা পরিস্থিতি লক্ষ্য করছি। যদি এটা অনুকূলে চলে আসে; তাহলে সবকিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত দিতে পারব।

করোনার প্রভাবে বান্দরবানে ৫ শতাধিক পর্যটকবাহী গাড়ি ও শতাধিক হোটেল-মোটেল বন্ধ রয়েছে।