পর্যটকবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন।

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে উখিয়া-রামু সীমান্ত এলাকা পেছারদ্বীপে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত চালক ছাড়াও বাকি হতাহতরা অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

এ দুর্ঘটনায় টেকনাফের বাহারছরা শামলাপুর পুরানপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে সিএনজিচালক নুরুল আবছার (২৬) ও একই এলাকার মৃত হাজী সিকান্দারের ছেলে ছৈয়দুল ইসলামসহ (৫৫) চারজন যাত্রী নিহত হলেও পুলিশ দু’জনের নাম জানাতে পারেনি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে রামু থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।