পর্নোসাইট বন্ধের উদ্যোগের মধ্যেই ফেসবুক লাইভে পর্নোগ্রাফি!

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশের পর্নোসাইট বন্ধ করে দেওয় হবে বলে একাধিকবার ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আর পনোসাইট বন্ধের এই উদ্যোগের মধ্যেই ফেসবুক লাইভে এসে টাকার বিনিময়ে পর্নোগ্রাফি দেখানোর ব্যবসাও শুরু করে দিয়েছে এর সঙ্গে জড়িরা। এ নিয়ে অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সময় পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নিলেও জামিনে বেরিয়ে পুনরায় এ কাজে জড়িয়ে পড়ার অভিযোগও আছে এই চক্রের বিরুদ্ধে।

সমাজবিজ্ঞানীরা বলছেন, পর্নোসাইট বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে পর্নোগ্রাফি সমূলে রোধ করা সম্ভব নয়। এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আর অপরাধবিজ্ঞানীরা বলছেন, রাতারাতি সাইট বন্ধ করে দিলেই নারীর প্রতি সহিংসতা হবে না বা যুবসমাজ নারীর প্রতি সম্মান দেখানো শুরু করে দেবে, এমন ভাবার কোনও কারণ নেই। বরং পর্নোগ্রাফিকে ঘিরে অপরাধ সৃষ্টি হলে সেটার সুনির্দিষ্ট বিচার হওয়া জরুরি।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গত ১২ ডিসেম্বর সাংবাদিকদের জানান, বাইরে থেকে যেসব পেজ জেনারেট হচ্ছে, সেগুলো শতভাগ বন্ধ করা না গেলেও দেশি সাইটগুলোর বেশির ভাগ যদি বন্ধ করা যায়, সেটা অনেক বড় কাজ হবে।

এর আগে গত ২৮ নভেম্বর সচিবালয়ে ‘অনলাইনে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ’ সভায় পর্ন ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য একটি কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর সচিবালয়ে নিজ দফতরে প্রতিমন্ত্রী বলেন, ‘এই কমিটি যে পেজগুলোর তালিকা আমাদের দেবে, সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

সূত্র : বাংলাট্রিবিউন