পরীমণি-রাজদের ১০ মামলার তদন্তের দায়িত্ব চায় র‌্যাব

গ্রেফতার অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি, রাজ, মিশু-জিসান, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মামলার তদন্তভার চেয়ে পুলিশ সদর দফতরে একটি চিঠি দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রবিবার চলচ্চিত্র অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, শরিফুল হাসান ওরফে মিশু হাসান, মাসুদুল ইসলাম ওরফে জিসান, ম্যানেজার সবুজসহ গ্রেফতার পরীমণির কথিত মামা ও সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও আওয়ামী লীগের উপ-কমিটি থেকে বহিষ্কারের পর র‌্যাবের অভিযানে গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের করা ১০ মামলার তদন্তভার চেয়ে পুলিশ সদর দফতরে একটি চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ সদর দফতরের অনুমতি মিললে মামলাগুলো র‌্যাব দ্রুততা ও গুরুত্বের সঙ্গে তদন্ত করবে।

সম্প্রতি বিভিন্ন কারণে আলোচিত-সমালোচিত এসব ব্যক্তির বাসা ও অফিস থেকে বিদেশি মদ ও মাদকদ্রব্য উদ্ধারের কথা বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন