বৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পরীক্ষার ফল খারাপ, বাবাকে না দেখিয়ে লুকিয়েছিলেন অভিষেক!

Paris
এপ্রিল ৭, ২০২২ ১:১০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

আগামী ছবি ‘দশভি’তে দশম শ্রেণির পরীক্ষা দিতে চাওয়া এক আসামির চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। কেমন ছিল তার নিজের স্কুলজীবন? বলিউডের শাহেনশা অমিতাভের থেকেই একবার পরীক্ষার ফল লুকিয়ে রেখেছিলেন জুনিয়র বচ্চন। এক সাক্ষাৎকারে হাসতে হাসতে সে কথা নিজেই বলেছেন অভিষেক।

সদ্য এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলা ও পরীক্ষার ফল নিয়ে কথা বলছিলেন অমিতাভ বচ্চনের ছেলে। সেখানেই তিনি বলেন, ছোটবেলায় প্রায় সময় পরীক্ষার ফল খারাপ হতো তার। বাবা-মা অমিতাভ ও জয়া বচ্চন তাতে বকাঝকা করতেন না ঠিকই, তবে ঠান্ডা গলায় ছেলেকে মনে করিয়ে দিতেন, তার পড়াশোনার খরচ চালাতে প্রচুর পরিশ্রম করছেন দুইজন। তাই অভিষেকেরও উচিত সেটা মাথায় রেখে সময় নষ্ট না করে পড়ায় মন দেওয়া।

আলোচনায় অভিষেক বলেন, একবার পরীক্ষার ফল বেশ খারাপ হওয়ায় রেজাল্ট লুকিয়ে রেখেছিলেন তিনি। পরদিনই সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল অভিষেকের। তাই চেয়েছিলেন বিদেশে রওনা হওয়ার আগে যেন বাবার হাতে রেজাল্ট না পৌঁছায়। তবে শেষ রক্ষা হয়নি। খারাপ গ্রেডসহ অভিষেকের রেজাল্ট ঠিক পৌঁছে যায় অমিতাভের হাতে। আর ছেলের কপালে জোটে বকুনি।

অভিষেক জানিয়েছেন, বরাবরই তিনি মাঝারি মানের পড়ুয়াদের চেয়ে একটু ভালো ফল করতেন। তবে পড়াশোনার চেয়ে স্কুলের স্পোর্টস বা নাটকই তিনি উপভোগ করতেন বেশি।

 

সূত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - বিনোদন