পরিবেশ সৃষ্টি না করে তফসিল ঘোষণা জনগণের সঙ্গে তামাশা : চরমোনাই পীর

সিল্কসিটি নিউজ ডেস্ক :

দেশে নির্বাচনের পরিবেশ নেই উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, জন আকাঙ্ক্ষার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচনী তফসিল ঘোষণা জনগণের সাথে তামাশার শামিল।

আজ বুধবার রাতে নির্বাচনী তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দলীয় সরকারের বাইরে নিরপেক্ষ সরকার ছাড়া যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তা দেশের জনগণ কোনোভাবেই মেনে নিবে না।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, আজকের নির্বাচনী তফসিলে দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না।

বর্তমান নির্বাচন কমিশন আরো একটি প্রহসনের নির্বাচনের পথে হাঁটার যে ঘোষণা দিয়েছে তা জনগণ সফল হতে দেবে না।পীর সাহেব চরমোনাই প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।