পরিকল্পিত নগরী গড়তে রুয়েটে প্রকল্প প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আলোচনা সভা ও নগর পরিকল্পনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরবান ডিজাইন স্টুডিও’র সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগ ‘রিইমাজিং রাজশাহী: নিউ ভিশনস ফর আরবান লাইফ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।

রাজশাহী সিটি কর্পোরেশনের (আরসিসি) চিফ ইঞ্জিনিয়ার মো. আশরাফুল হক বলেন, ‘১৯৯২ সাল থেকে পরিকল্পিতভাবে রাজশাহীর উন্নয়নে কাজ করা হচ্ছে। এ বছর ভয়াবহ বন্যায়ও রাজশাহীতে কোন প্রভাব পড়েনি। লোকজন ও যানবাহন চলাচলের সুবিধার্তে মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করা হবে। রাস্তাঘাট সংস্কার ও নতুন রাস্তা তৈরির কয়েকটি পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। সঠিক বিনিয়োগ পেলে এসব কাজ দ্রুত করা সম্ভব হবে।’

আরসিসি’র নির্বাহী প্রকৌশলী মো. নূর ইসলাম তুষার বলেন, ‘তোমরা আমাাদেরকে যেসব প্রকল্প উত্থাপন করেছো সেগুলো আমাদের স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চাই পরিশ্রম আর সঠিক পরিকল্পনা। প্রত্যেককে নিজের জায়গা থেকে কাজ করার মাধ্যমে এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগ বলেন, ‘একটি নগরকে সুন্দর করে সাজানোর জন্য দরকার নগর পরিকল্পনা। আর এই পরিকল্পনা ও কাজের দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকেও এ দায়িত্ব পালন করতে হবে। যারা এই দায়িত্বে থাকবে তাদের কাজের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের সমন্বয়ে একটি সুন্দর রাজশাহী গড়ে তোলা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

অনুষ্ঠানে নগরির পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, পাড়া বা মহল্লা, নগরের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশের উন্নয়ন সংক্রান্ত চারটি প্রকল্পের প্রদর্শন করা হয়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরের পরিবেশ ও সামাজিক উন্নয়নের প্রকল্পটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী পরাগ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কর্মকর্তা প্রকৌশলী আবুল কালাম আজাদ, আরসিসি’র নির্বাহী প্রকৌশলী মো. নূর ইসলাম তুষার প্রমুখ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ইকবাল মাতিন।

স/শ