পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে অপসারণ করেছে চীন

সিল্কসিটি নিউজ ডেস্ক :
প্রকাশ্য অবস্থান থেকে কিনের অনুপস্থিতি ক্রমেই দীর্ঘ হচ্ছিল, তার মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে চুপ ছিল।  বিষয়টি যখন জল্পনা বাড়িয়ে দিচ্ছিল, ঠিক তখনই তার অপসারণের খবর পাওয়া গেল।

৫৭ বছর বয়সী এই ব্যক্তির সর্বশেষ প্রকাশ্য কার্যক্রম ছিল ২৫ জুন।

গেল ডিসেম্বরে কিন পররাষ্ট্রমন্ত্রীর পদে নিযুক্ত হয়েছিলেন। তাকে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলছে, চীনের শীর্ষ আইনসভা ওয়াং ইকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে। কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তবে কেন কিন গ্যাংকে সরিয়ে দেওয়া হলো সেই সম্পর্কে খবরে কিছু বলা হয়নি। তবে এটি বলা হয়েছে যে, প্রেসিডেন্ট শি জিনপিং এই সংক্রান্ত পদক্ষেপের ডিক্রিতে সই করেছেন।