পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সমন্বয়ে ১৪ সদস্যের কমিটি গঠন


সিল্কসিটি নিউজ ডেস্ক:

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের জন্য ১৪ সদস্যের ‘মূল কমিটি’ গঠন করেছে সেতু বিভাগ। রোববার সেতু বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া, কমিটিতে সেতু সচিব মঞ্জুর হোসেনকে আহ্বায়কের  দায়িত্ব দেওয়া হয়েছে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সেতু বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন)।

এই কমিটি সব উপ-কমিটি সমন্বয় করবে এবং উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে জানিয়েছে সেতু বিভাগ। এছাড়াও কমিটি চাইলে প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য এক ডজনেরও বেশি উপ-কমিটি গঠন করা হয়। বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু আগামী ২৫ জুন সকাল ১০টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র: যুগান্তর