পত্নীতলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

পত্নীতলা প্রতিনিধিঃ

পত্নীতলা থানা বিএনপির আহবায়ক কমিটির নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। পুলিশ লাঠিচার্জ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আজ রোববার সন্ধা ৭ টার দিকে উপজেলার নজিপুর মামুন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

পত্নীতলা থানা বিএনপি’র সাবেক সাধারন সম্পাক আব্দুল হামিদ বলেন, ‘বিকালে আমরা সদ্য ঘোষিত থানা ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মামুন ফিলিং স্টেশনে সামনে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা শুরু করি। পরে সন্ধায় আলোচনা সভা চলাকালে নাজিবুল্লাহ চৌধুরী গ্রুপের সদস্য আবু তাহের চৌধুরী,কাদের.সুফিয়ানসহ ৮ থেকে ১০ এসে লাঠিসোটা নিয়ে নেতাকর্মীদের উপর হামলা চালায়। এসময় যুবদলের নেতা কামাল, ছাত্রদলের নেতা মেহেদীসহ চার জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত নাজিবুল্লাহ গ্রুপের সদস্য আবু তাহের চৌধুরী বলেন, মামুন ফিলিং স্টেশনের সামনে আমরা উপস্থিত হলে তারা আমাদের বাজে মন্তব্য করে। এরপর সামান্য কথা কাটাকাটি হয়। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এবিষয়ে পত্নীতলা থানার ওসি পরিমল কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা নিজেরাই মারামারি করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা তাদের ছত্রভঙ্গ করি।

স/অ