পত্নীতলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল গাফফার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আলম শাহ প্রমুখ। সভায় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মকর্তা ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ১৭ মার্চ হতে ১০ দিন ব্যাপি কর্মসূচী উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের মতামত নিয়ে তা চুড়ান্ত করেন। কর্মসূচীসমুহের মধ্যে রয়েছে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, সেমিনার, উন্নয়ন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ১৭ পাউন্ডের কেক কর্তন, ক্রীড়া প্রতিযোগিতা, কুচকাওয়াজ, সরকারি-বেসরকারি ভবনে আলোক সজ্জা ইত্যাদি।

সকল কর্মসূচীতে সর্বস্তরের মানুষকে সক্রিয় ভাবে অংশগ্রহণ করার জন্য প্রধান অতিথি অনুরোধ জানান।

স/জে