পত্নীতলায় পউস এর উদ্যোগে দিনব্যাপি ব্লাড ক্যাম্পিং

পত্নীতলা প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় বুধবার স্বেচ্ছাসেবি সামাজিক উন্নয়ন সংগঠন পত্নীতলা উপজেলা সমিতি (পউস) এর উদ্যোগে দিনব্যাপি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদর নজিপুর বাসষ্ট্যান্ড মসজিদ মার্কেটে পউস স্থাপিত মানবতার আলমারির সামনে এই কর্মসূচী পালন করা হয়।

“জীবণে জীবণ যোগ রক্তেই হোক আত্মার সংযোগ” এই স্লোগানকে সামনে রেখে ইসলামিয়া ডায়গনষ্টিক সেন্টারের সহযোগিতায় সকাল ৯টা হতে পউস ব্লাড এইড এর সদস্যরা ক্যাম্পেইন শুরু হয়।

এ সময় ৫টি টিম যৌথভাবে কাজ করে ২শত ৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় ও ২শত ৭৭জন নতুন রক্তদাতার নাম নিবন্ধন করেন। উল্লেখ্য, পউস হলো বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একটি সংগঠন।

প্রতিষ্ঠালগ্ন হতেই এই সংগঠনটি পত্নীতলা লাবাসীর শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক অধিকার বৃদ্ধির লক্ষ্যে নিজ অর্থায়নে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে।